একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়ী কি সবক

0/5 No votes

Report this app

Description

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বিবাহ আমার সুন্নাত । যে ব্যক্তি আমার সুন্নত পালনে অনাগ্রহী হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় । অর্থাৎ সে আমার তরীকার উপর নেই । তিনি আরও বলেন, বিবাহ হল ঈমানের অর্ধেক । এ হাদীসের উদ্দেশ্য হল , বিবাহের পূর্বে কৃত আমলের গুরুত্ব শরীয়তের মানদন্ডে অর্ধেক । আর বিবাহের পর কৃত আমল স্বয়ংসম্পূর্ণ । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বিষয়ে আরও এরশাদ করেন, যে ব্যক্তি মহিলার অর্থ – সম্পদ প্রাপ্তির আশায় বিবাহ করবে , আল্লাহ্ তাআলা তাকে নিঃস্ব বানিয়ে রাখবেন ।অর্থাৎ স্ত্রীর অর্থ – সম্পদ দ্বারা তাকে উপকৃত হতে দিবেন না । আর যে মেয়ের অভিজাত বংশের খেয়াল করে বিবাহ করবে, দিন দিন তার অসভ্যতা বৃদ্ধিই পেতে থাকবে । আর যে যিনা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য , নিজের মান – সম্মান, ইজ্জত আব্রু বহাল রাখতে এবং আত্মীয়তার সম্পর্ক গড়ার উদ্দেশ্যে বিবাহ করবে , আল্লাহ তাআলা তার বিবাহে খায়ের ও বরকত দান করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments