যতই সতর্কই থাকি, ভুল হয়েই যায়! উত্তেজনা ছুঁয়ে ফেলে! বিকৃত ও অসুস্থ চিন্তার মানুষের ছোবল থেকে বাচাঁর উপায় নেই! ইনবক্স কমেন্টবক্স খোলা থাকলে, তারা দংশন করবেই! এদেরকে উপেক্ষা করাই ভাল। প্রাণপণে দাতেঁ দাতেঁ চেপে হজম করে ফেলাই বুদ্ধিমানের। তাকে বোঝাতে যাওয়া, তর্ক করতে যাওয়া, নিতান্তই বোকামি! সময় নষ্ট! হুদ আ, অত্যন্ত চমৎকার আদর্শের মানুষ ছিলেন। বেসামাল মুহুর্তে তার অনুপম আখলাকটা সামনে আনার চেষ্টা করি, শক্তি আসে মনে।
দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। হকের কথা বলে গেছেন। চিরাচরিত নিয়ম হিশেবে, কাফিররা সোজা পথ দিয়ে ব্যক্তি আক্রমণের কৌশল ধরল, অর্থাৎ আমরা তো তোমাকে নির্বুদ্বিতার মাঝেই নিপতিত দেখছি (আ’রাফ)। তিনি পাল্টা আঘাত করেন নি। বলেননি তোমরাও নির্বুদ্ধিতার মাঝে হাবুডুবু খাচ্ছ! তিনি শুধু বলেছেন, অর্থাৎ আমার মধ্যে কোনও নির্বুদ্ধিতা নেই (আরাফ,৬৭)।