একটি মজলুম ফরজ

0/5 No votes

Report this app

Description

একজন আলেমে দীন ও মর্দে মুজাহিদ মোল্লা ইয়ার মুহাম্মদ”। তিনি তাঁর সংকলিত বইটির নাম রেখেছেন, “জিহাদ ও কিতাল আকাবিরে উম্মত কি নজর মে”। বইটিতে একটি বাক্যও তিনি নিজ থেকে উপস্থাপন করেননি। বরং আকাবিরদের তাফসীর গ্রন্থ, ফতোয়ার কিতাব ও অন্যান্য রিসালা থেকে তাদের মতামত ও ব্যাখ্যা-বিশ্লেষণ হুবহু তিনি তাতে উপস্থাপন করেছেন। ফলে জিহাদ ফী সাবীলিল্লাহ সম্পর্কে আকাবিরদের চিন্তা-চেতনাগুলো সুস্পষ্টভাবে বইটিতে স্থান পেয়েছে।

পাঠক বইটি পাঠ করে অবশ্যই বিস্ময়ে অভিভূত হবেন। এ কারণে যে, জিহাদ ফী সাবীলিল্লাহ সম্পর্কে আকাবিরগণ এমন অনেক কথাই বলে গেছেন, যার বিপরীত কথাগুলোকে দরবারি আলেমরা আকাবিরদের দিকে নিসবত করে থাকে। অথচ পাঠক বইটির চরণে চরণে প্রমাণ পাবেন, দরবারি আলেমদের এসব কথা তাদের বানানো মুখের বুলি ছাড়া আর কিছুই নয়। তাদের কথাগুলো আকাবিরের প্রতি সুস্পষ্ট অপবাদ এবং জঘন্যতম মিথ্যার অন্তর্ভুক্ত। এ ধরনের দরবারি আলেমদের কাফেলাভুক্ত হওয়া থেকে আল্লাহ্ তায়ালা মুসলিমদেরকে হেফাজত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments