ঈমানী দূর্বলতা

0/5 No votes

Report this app

Description

হে মানব সম্প্রদায়! তোমরা তোমাদের পালকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি তার থেকে তার সঙ্গীনিক সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাক এবং আত্মীয় জ্ঞাতয়িদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। – সূরা আন নিসাঃ ১।

ঈমানের দুর্বলতা আজ মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িযে পড়েছে। অনেকেই নিজের অন্তঃকরণের কাঠিন্যতার কথা স্বীকার করে। তাদের বক্তব্য এরূপঃ ‘ আমি অনুভব করি যে, আমার ঈমানের জোর নেই, কুরআন পড়ে প্রভাবিত হই না, সহজেই গুনাহর কাজে লিপ্ত হয়ে পড়ি। অনেকের উপর এই ব্যাধির ক্রিয়া স্পষ্টভাবে লক্ষ্য করা যা। এই ব্যধিই সব বিপদের মূল এবং সব ঘাটতির কারণ।

আন্তঃকরণের বিষয়টি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। অন্তঃকরণকে আরবীতে কালব (পরিবর্তনশীল) বলা হয়েছে একারণেই যে, তা দ্রুত পরিবর্তনশীল।

নবী করীম সাঃ বলেছেনঃ অন্তঃকরণকে কালব বলা হয়েছে বেশী বেশী পরিবর্তন হবার কারণে। অন্তঃকরণের উদাহরণ হলো একটি পাখির পালকের মতো যা গাছের ডালে ঝুলানো আছে, বাতাসে সেটিকে এদিক সেদিক ঘুরাচ্ছে। (আহমাদ ৪/৪০৮, সহীহ আল জামে ২৩৬৫)।


							

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments