- হযরত ইবরাহীম আঃ খলিলুল্লাহর পৌত্র হযরত ইয়াকুব আঃ-এর অপর নাম ছিল ইসরাঈল । ইসরাঈল শব্দের অর্থ আল্লাহর বান্দাহ । নমরুদ বাদশাহর প্রধান পুরোহিত এবং পুজরাী আজরের পুত্র হয়েও ইবরাহীম খলিলুল্লাহর তাওহীদের উপর ঈমান আনয়ন করেন এবং শিরক থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখেন । এ জন্যে পোত্তলিক বাদশাহ নমরুদ হযরত ইবরাহীম আঃ কে অগ্নিকুন্ডে নিক্ষেপ করে।
আল্লাহ তায়ালার অপার রহমতে নির্ভীক মুমিন ও মহান নবী হযরত ইবরাহীম আঃ অগ্নিকুন্ডে থেকে অক্ষত দেহে বের হয়ে আসেন। তারপর তারঁ পৈতৃক দেশ ইরাক থেকে হিজরত করে তিনি জর্দান, মিসর ও সউদী আরব সহ বিভিন্ন এলাকায় পায়ে হেটেঁ হেটেঁ দ্বীনে হকের দাওয়াত পেশ করতে শুরু করনে। বৃদ্ধ বয়সে আল্লাহ তায়ালার নির্দেশে তারঁ প্রিয় পুত্র হযরত ইসমাঈলকে আল্লাহ তায়ালার উদ্দেশ্য কুরবানী করার জন্য তারঁ গলায় ছুরি লাগিয়ে দিয়েছিলেন।