ইসলাহী নেসাব

0/5 No votes

Report this app

Description

আল্লাহ তা আলাকে যথার্থ ভয় করা এবং পরিপূর্ণ ও সত্যিকার অর্থে মুসলমান হওয়ার মধ্যেই মানব জাতির ইহ-পরকালীন সুখ-শান্তি, সম্মান-সফলতা ও নিরাপত্তা নিহিত। আর এতোদুভায়ের অভাবে যেমন ইহকালীন সুখ-শান্তি বিগ্নিত হয়, তেমনিভাবে পরকালীন মুক্তি ও সফলতা থেকেও মানুষ বঞ্চিত হয়। আর এর জন্য আক্বীদা -বিশাস, ইবাদত-বন্দেগী, মু্আমালাত-লেনদেন, মুআশরাত-সামাজিকতা এবং আখলাক তখা আত্মিক চরিত্র সর্বক্ষেত্রে ইসলামের বিধি বিধান পুরোপুরি মেনে চলা জরুরী।

আল্লাহ তাআলা তারঁ বান্দার প্রতি অপরিসীম অনুগ্রহ করে এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিধান দিয়ে ইসলামী শরীয়াত এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির নিকট প্রেরণ করেন। রাসুল করীম সাঃ অসীম মমতা নিয়ে মানব জাতিকে এর দিশা দেয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments