আল্লাহ তায়ালার অনেক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে যে, তিনি তোমাদের মধ্য হতে তোমাদের নারীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা সহানুভূতি লাভ করতে পার। তোমাদের মধ্যে তিনি দান করেছেন পরস্পরের প্রতি প্রেম ও দয়া। চিন্তাশীল ব্যক্তিদের জন্য এসবে রয়েছে নিদর্শন।
স্বামী স্ত্রীর সম্পর্কের এ হল এক অতি প্রয়োজনীয় সঙ্গা। তারা্ একে অন্যের সান্নিধ্যে শান্তি কামনা করে। তারা শুধু দৈহিক সম্পর্ক দ্বারাই নয়, তারা প্রেম ও দয়ার দ্বারাও পরস্পরের প্রতি সংযুক্ত। একে অন্যের প্রতি যত্ন, বিবেচনা, সম্মান ও স্নেহ এসব দিয়েই এ ধরনের বর্ণনা এসেছে।
নবীজি সা: তাঁর স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন ও তাঁর স্ত্রীগণও তাঁর সাথে কেমন ব্যবহার করতেন- আইশা রা. কর্তৃক বর্ণিত অনেক হাদিসে আমরা তার প্রমাণ পাই। তাঁদের বিবাহিত জীবনে পারস্পরিক যন্ত ও সম্মানের পরিচয় পেয়ে আমরা বিস্মিত হই। নবী পত্নীগণ দাসীবাঁদী ছিলেন না। নবীজী সা. যেমন তাঁর পত্নীদের খুশি করতে সচেষ্ট ছিলেন, তেমনি তাঁর পত্নীগণও তাঁকে খুশি করতে চাইতেন। এ ধরনের বর্ণনার সংখ্যা প্রায় সমান। কোরআনে অন্যত্র স্ত্রীদের সম্বন্ধে বলা হয়েছে: