দুনিয়ার যত রকম ধর্ম রয়েছে তার প্রত্যেকটির নামকরণ হয়েছে কোন বিশেষ ব্যক্তির নামে। অথবা যে জাতির মধ্যে তার জন্ম হয়েছে তার নামে। যেমন, ঈসায়ী ধর্মের নাম রাখা হয়েছে তার প্রচারক হযরত ঈসা (আঃ)-এর নামে। বৌদ্ধ ধর্ম মতের নাম রাখা হয়েছে তার প্রতিষ্ঠাতা মহাত্মা বুদ্ধের নামে। জেরদশতি ধর্মের নামও হয়েছে তেমনি তার প্রতিষ্ঠাতা জরদশতের নামে।
আবার ইয়াহুদী ধর্ম জন্ম নিয়েছিল ইয়াহুদা নামে বিশেষ গোষ্ঠীর মধ্যে ।দুনিয়ার আরো যেসব ধর্ম রয়েছে একটি অসাধারণ বৈশিষ্ট্য।কোন বিশেস ব্যক্তি অথবা জাতির সাথে তার নামের সংযোগ নেই। বরং ইসলাম শব্দটি অর্থের মধ্যের আমরা একটি বিশেষ গুনের পরিচয় পাই, সেই গুণই প্রকাশ পাচ্ছে এ নামে।
থেকেই বুঝা যায় যে, ইসলামের কোন এক ব্যক্তির আবিষ্কার নয়, কোন এক জাতির মধ্যে এ ধর্ম সীমাবদ্ধ নয়। ইসলাম কোন বিশেষ ব্যক্তি, দেশ অথবা জাতির সম্পত্তি নয়। তার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ইসলামের গুণরাজি সৃষ্টি করা । প্রত্যেক যুগে প্রত্যেক কওমের যেসব খাটিঁ ও সৎলোকের মধ্যে এসব গুণ পাওয়া গেছে, তারা ছিলেন মুসলিম । এ ধরনের লোক আজো রয়েজেন, ভবিষ্যতেও থাকবেন।