আজ যুবকদের কি অবস্থা!! তারা আল্লাহর হুকুমের পরোয়া করে না। আল্লাহ যে জিনিস হারাম করেছেন তার কোন পরোয়া নেই। মনে রেখ। একদিন এই যৌবন শেষ হবে, উন্নতির পর অবনতি আসবে। একদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে।
সমস্ত মাল সামানা ভাগ বন্টন হয়ে যাবে। সন্তান ও আত্মীয় স্বজনের কবরে ফেলে আসবে। এই সব কিছু খেলাধুলার মত। দুনিয়ার কোন ‘আনন্দ অনুষ্ঠান’ হলে অপেক্ষার পর অপক্ষো করতে থাকে। তারপর সে সময় এসে শেষ হয়ে যায়। তারপর আর কী থাকে?
এই দুনিয়ার ধোঁকায় পড়ো না। এটা বড় চালবাজ, ধোঁকাবাজ, নিজের জালে এমনিতেই ফাঁসিয়ে দেয়। লম্বা-চওড়া ওয়াদা করে কিন্তু কারো সাথে ওয়াদা পূরণ করেনি। সে কারো হয়নি। যে একবার দুনিয়ার পিছনে পড়েছে দুনিয়া তাকে ঐ কুকুরের মত বানিয়ে দিয়েছে, যে একটি হাড্ডি বা একটি রুটির টুকরার জন্য লেজ নাড়িয়ে মালিকের পিছনে চলতে থাকে।