আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন, এটা এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন সময়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সে লোকদের লোম শিউরে উঠে যারা তাদের রবকে ভয় করে।
তারপর তাদের দেহমন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ঘোষণা নিঃসন্দেহে যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছিল অর্থাৎ ইহুদি ও খ্রিষ্টানদেরকে তাদেরকে যখন এটা শুনানো হয় তখন তারা অবনত মস্তকে সিজদাহ লুটিয়ে পড়ে এবং বলে ওঠে মহিমা আমাদের প্রভূর।
আমাদের রবের অঙ্গিকার তো পূর্ণ হয়েই থাকে এবং তারা নতমুখে কাদঁতে কাদঁতে লুটিয়ে পড়ে এবং তা শুনে তাদের বিনয় আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামীনের ঘোষণা- এরাই হচ্ছে নবীঘন আদম সন্তানদের মধ্যে থেকে যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ ।
করিয়েছিলাম, তাদের বংশধরদের থেকে, আর ইবরাহীম ও ইসলাঈলের বংশধরদের থেকে, আর এরা ছিল তাদের মধ্যে থেকে যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম। এদের অবস্থা এই ছিল ।