আল কুরআনে এবং সৃষ্টির নিদর্শনে আল্লাহ তা’আলার পরিচয়

0/5 No votes

Report this app

Description

জ্ঞানচর্চার শুরুতেই প্রশ্ন জাগে নিজকে নিয়ে, চারপাশের পরিবেশ নিয়ে। এখানে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে সঙ্গতভাবেই চলে আসে স্রষ্টাপ্রসঙ্গ। কারণ স্রষ্টা ছাড়া | কোনাে সৃষ্টি সম্ভব নয়। যেখানেই সৃষ্টি সেখানেই স্রষ্টা- মানুষের অভিজ্ঞতা ও অভিজ্ঞান এমন সাক্ষ্যই দেয়। স্রষ্টা প্রসঙ্গে ভাবতে গেলে প্রশ্ন জাগে- তিনি আমাদের কেন সৃষ্টি করেছেন, আর মানবজীবনের লক্ষ্যটাই বা কী? এমন প্রশ্নের জবাব আল কুরআনে লিপিবদ্ধ আছে। তবে জবাবের মর্মে পৌছতে হলে আমাদের মহান আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহর পরিচয় বিধৃত রয়েছে। ওহীগ্রন্থ আল কুরআনে এবং তাঁর সৃষ্টির মধ্যে। এই বিষয়টি স্পষ্ট করে তােলার জন্যই ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান আমাদের জন্য রচনা করেছেন গুরুত্বপূর্ণ এক গ্রন্থ আল কুরআনে এবং সৃষ্টির নিদর্শনে আল্লাহ তা’আলার পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments