নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিজের আশেপাশে অবস্থানরত অন্যান্য মানুষদের মধ্যে আল্লাহর দীনকে বাস্তবায়নের চেষ্টা করা মুমিনের অন্যতম দায়িত্ব ।
এ জন্য মুমিনের জীবনের একটি বড় দায়িত্ব হলো – আল আমরু বিল মারুফ অয়ান নাহইউ আনিল মুনকার – অর্থাৎ ন্যায় কাজের আদেশ ও অন্যায় থেকে নিষেধ করা । আদেশ ও নিষেধকে একত্রে আদ দা’ওয়াতু ইলাল্লাহ বা আল্লাহর দিকে আহ্বান বলা হয় ।
আত তাবলিগ অর্থ পৌঁছানো , প্রচার করা , খবর দেওয়া ঘোষণা দেওয়া বা জানিয়ে দেওয়া । আন নাসিহাহ শব্দের অর্থ আন্তরিক ভালোবাসা ও কল্যাণ কামনা । এ ভালোবাসা ও কল্যাণ কামনা প্রসূত ওয়াজ , উপদেশ বা পরামর্শকেও নসীহত বলা হয় ।
ওয়াজ বাংলায় প্রচলিত অতি পরিচিত আরবি শব্দ । এর অর্থ উপদেশ , আবেদন , প্রচার , সতর্কীকরনণ ইত্যাদি । দা’ওয়াতের এই দায়িত্ব পালনকে কুরআনুল কারীমে ইকামতে দীন বা দীন প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে । এগুলো সবই একই ইবাদতের বিভিন্ন নাম এবং একই ইবাদতের বিভিন্ন দিক ।
”তোমাদের কী হলো যে , তোমরা আল।লঅহর প্রতি ইমান আন না , অথচ রাসূল তোমাদেরকে আহ্বান করেছেন যে , তোমরা তোমাদের রবের ওপর ঈমান আন ।” (সূরা আল – হাদীদ , আয়াত : ৮) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ দায়িত্বকে দায়িত্বকে বা আহ্বান বলে অভিহিত করে।