আলেম মুক্তিযোদ্ধার খোঁজে

0/5 No votes

Report this app

Description

দেশের একটি শীর্ষ দৈনিকে কাজ করতে গিয়ে ‘আলেম মুক্তিযোদ্ধার খোঁজে’ শিরোনামে লেখেন এক অসাধারণ ফিচার। চারদিক থেকে প্রশংসা আসতে থাকে। এরপর এরকমই আরেকটি লেখা তৈরি করেন। কিন্তু দলীয়ভাবে অন্ধ কর্তৃপক্ষ ব্যাপারটি সুদৃষ্টিতে নেয়নি। লেখককে ডেকে নিয়ে বিস্ময়ে জিজ্ঞেস করেন- আলেম মুক্তিযোদ্ধা আবার কী জিনিস? এ ‘অপরাধে’ তার চাকরিও খেয়ে ফেলেন। লেখকের ভেতর জেদ চেপে বসে, এর শেষ তিনি দেখে নেবেন। এরপর তিনি দৈনিকগুলোতে ‘আলেম মুক্তিযোদ্ধার খোঁজে’ টাইটেল করে বিজ্ঞাপন দেন। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধারা যোগাযোগ করতে থাকেন তার সঙ্গে। লেখক টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা ঘুরে ঘুরে সেসব মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাপ্রেমীকে খুঁজে বের করেছেন, ইতিপূর্বে যাদের কথা কোনো মাধ্যমে উঠে আসেনি। আসতে দেয়া হয়নি। আবার মওলানা ভাসানী ও তর্কবাগীশের মতো জাতীয় নেতাদের চেপে যাওয়া ইতিহাসকেও তুলে এনেছেন খুবই বিশ্বস্ত অবয়বে। মোটকথা, কালের খড়স্রোতে ভেসে যাচ্ছিলেন যারা, শিকলবন্দি হতে চলেছিল যাদের অবদান, স্বীকৃতি; তাদের অঙ্কুর থেকে বের করে এনে পাদপ্রদীপের আলোয় প্রজ্বলিত করা হয়েছে এ গ্রন্থে। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস রচনায় এ গ্রন্থ অসামান্য অবদান রাখবে একথা বলা যায় নির্দ্বিধায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments