আল কুরআনের দু’আ

0/5 No votes

Report this app

Description

এ আল-কুরআন -যা চিরঞ্জীব, চিরস্থায়ী, আসমান যমীন ও তার মাঝে সকল কিছুর সৃষ্টি সং সংরক্ষনকারী, সর্বজ্ঞ প্রজ্ঞাময়, পরাক্রমশালী, পরম দয়ালু ক্ষমাশীল কঠোর শাস্তিদাতা, সর্ববিষয়ে সর্ব শক্তিমান অতি নিকটবর্তী বিপদ আপদে একমাত্র মাবুদ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা সকল কিছুর সাক্ষী মহান আল্লাহ রাব্বুল আলামীন পক্ষ থেকে প্রেরিত এক সুষ্পষ্ট কিতাব। এ কিতাব সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ তাআলা বলেন এটা এমন কিতাব যার মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহ ভীরুদের জন্য এ কিতাব মুক্তির দিশারী -(সুরা আল বাকারা:২)

এ কিতাবে মানব জীবনের দুনিয়া আখিরাতের সকল দিকের সফলতার জন্য চুড়ান্ত ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রদান করা হয়েছে। তাৎক্ষনিকভাবে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে যুগে যুগে প্রেরিত নবী রাসূল ও তাদের সহযোগীরা যেভাবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেছেন-সেসব প্রার্থনা ও দুআ মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে আল-কুরআনে সংরক্ষন করা।

যাতে কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদাররা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনায় এ দুআর চেয়ে উত্তম শব্দে ভাষায় ও আকুতি কোন প্রার্থনা পৃথিবীতে আর কারো পক্ষ থেকে হতে পারে না। কেননা তাদের চেয়ে আল্লাহকে বেশি স্মরণকারী বেশি ভয়কারী সবরকারী কিংবা মকবুল ভালবাসার পাত্র আর কেউ ছিল না। এবং হবেও না। ও আমাদের এ প্রকাশনাকে কবুল করুন এবং আমাদের সকল ভাল কাজে বরকত ও সাহায্য করুন আমিন।


							

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments