ছিল একটি অতুলনীয় গবেষণা কর্ম। মহাকাশ । পরে হলেও এক মনোমুগ্ধকর সংযোজন। প্রকৃতপক্ষে একটি পুস্তক একসাথে এতগুলো বিষ্ময়কর আবিষ্কার ও স্বাদের স্বকীয়তায় পরিপূর্ণ-এই বইটি না পাঠ করা পর্যন্ত কোনো ভাবেই উপলব্ধি করা সম্ভব নহে।
নিজের প্রকাশিত পুস্তক না হলে অকপটে বলতাম-মহাজাগতিক বিদ্যা ও কোরআন সম্পর্কে অন্বয় ও বিরোধ নিয়ে বর্তমান জ্ঞানের প্রেক্ষাপটে সারাবিশ্বে এর চাইতে অগ্রগামী আর কোন পুস্তক নেই। বইটি নিঃসন্দেহে এক আবিস্কারের কৃতিত্বে উদ্ভাসিত হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে আর কোনো ভাষায় এর সমকক্ষতায় অন্য কোনো গবেষনাকর্ম খুজে পাওয়া যাবে না তা কোনো প্রকার দ্বিধা না রেখেই বলা যায়।