আল ওয়ালা (বন্ধুত্ব) ওয়াল বারা (শত্রুতা)-

0/5 No votes

Report this app

Description

ইসলামী আক্বীদার মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা প্রতি ঈমান, ফেলেশতাদের প্রতি ঈমান, আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান, নাবী-রাসূলগণের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান এবং তাক্বদীরে কল্যাণ-অকল্যাণের প্রতি ঈমান আনয়ন করা কে দীন হিসাবে গ্রহণকারী প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব হলো, যারা এ বিষয়গুলোকে তাদের আক্বীদা হিসাবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদের সাথে শত্রুতা করবে।

সুতরাং সে তাওহীদপন্থী ও একনিষ্ঠদেরকে ভালোবাসবে এবং তাদেরকে বন্ধু বানাবে। একই সঙ্গে কাফির-মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটি ইবরাহীম আলাইহিস সালাম ও তার সাথীদের দীনের অন্তর্ভূক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ইবরাহীম ও তার সাথীগণের মধ্যে চমৎকার নমুনা রয়েছে

যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লারহ পরিবর্তে যার ইবাদত, করো, তার সাথে আমাদের কোনো সম্পর্কে নেই। আমরা তোমাদেরকে অস্বীকার করছি। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস না করা পর্যন্ত তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চির শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে। (সূরা মুমতাহিনা ৬০:৪) ।

মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীনের কথাও তাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ! ইয়াহূদী ও খ্রিষ্টানদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ যালিমদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। (সূরা আল মাদিয়া ৫: ৫১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments