আরব দুহিতা

0/5 No votes

Report this app

Description

জাশজাশা থেকে মদীনাগামী সড়কের পথ ধরে ঘোড়ায় চড়ে ছুটে চলছে এক বেদুঈন যুবক । যুবকের সুঠাম শরীর, চগড়া ঘুক ও শক্ত বাহু। পরিধানে বিশেষ ছাটের আরবীয় পোশাক ।

যুবক যে-রান্তাটি ধরে পথ চলছে, সেটি বালুকাময় । তার দু-ধারে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত মরুপ্রান্তর । তাতে স্থানে-স্থানে উচু-উচু অসংখ্য বালির টিলা ।

বেলা এখনও দুপুর হয়নি ৷ তথাপি সূর্যের উত্তাপ সহ্যের সীমা ছাড়িয়ে যেতে শুরু, করেছে। বাতাস গরম হয়ে গেছে। প্রথর রোদ বালির কণাগুলোকে এমনভাবে ঝকমকিয়ে দিয়েছে যে, মাঠের দিকে চোখ তুলে তাকানো অসম্ভব হয়ে ওঠেছে । চোখ ঝলসে যাচ্ছে।

যুবক দ্রুতগতিতে ঘোড়া হাকিয়ে এই প্রান্তর পেরিয়ে যেতে চাচ্ছে । তার জানা আছে, বেলা দুপুর হয়ে গেলে এখানে বাতাস এত তীব্র হয়ে যায় যে, পাহাড়সম বালির টিলাগুলোকে গোড়াসুদ্ধ উপড়ে ফেলে এবং তার বালিগুলোকে একস্থান থেকে অন্যস্থানে ছুঁড়ে ফেলে । অনেক পথচারী সেই বালিতে চাপা পড়ে বেঘোরে প্রাণ হারায় ৷ বালির তলেই তাদের সমাধি রচিত হয়।

যুবক তীব্রগতিতে এগিয়ে চলছিল । হঠাৎ দেখতে পেল, সম্মুখ দিক থেকে এক উন্ত্রারোহী এগিয়ে আসছে । লোকটি তার উটটিকে হাকিয়ে নিয়ে আসছে। কাছাকাছি এসে সে ইসলামি তরিকায় সালাম দিল । বেদুঈন যুবক সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, ভূমি কোথা থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments