আমেরিকা এ যুগের ফেরাউন

0/5 No votes

Report this app

Description

উভয়টির মাঝে প্রথম যোগসূত্র হল, আমেরিকা এই দাবি করে যে, আমেরিকা এমন এক রাষ্ট্র যা কখনো দমন করা সম্ভব না, এবং এমন এক শক্তি যা কখনো পরাভূত হবে না৷ বরং সর্বদাই তা টিকে থাকবে৷ (নাউযুবিল্লাহ)৷ তাই অন্যান্য সকল রাষ্ট্রের প্রতি তার শাসন ও নিয়ন্ত্রণকে প্রতিরোধ করার মত কেউ নেই৷ এটা মূলতঃ তাদের এই প্রাচীন কথিকার উপর নির্মিত যে, “আমেরিকাই বিশ্ব, বিশ্বই আমেরিকা”৷

তাদের পূর্ববর্তী কাফের জাতিও অনুরূপই করত৷ যখন তারা নিজেদের শক্তিমত্তা ও প্রভাব- প্রতিপত্তি নিয়ে পর্যালোচনা করত তখন তারা অহংকারবশতঃ বলত, আমরা কখনই বিলীন হবনা৷ এজন্যেই আল্লাহ তাআলা বলেছেন-

{أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ}

অর্থঃ তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে, তোমাদের পতন নেই৷ (সুরা ইবরাহীম: ৪৪)

এজন্যই আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে কোন এক সাক্ষাৎকারে অত্যন্ত অহমিকাপূর্ণভাবে এই মারাত্মক কথাটি বলেছিল যে, “এই বিশ্বে একটিই সুপার পাওয়ার (মহা শক্তিধর রাষ্ট্র) রয়েছে, আর তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র”৷

সুতরাং তারা এই বিশ্বাস পোষণ করে যে, আমেরিকা এমন এক শক্তি, যা কখনো পরাভূত হবে না এবং যার সামনে কেউ দাঁড়াতে পারবেনা৷ এমনকি প্রেসিডেন্ট বুশ তার কোন ভাষণে বলেছিল যে, “অচিরেই আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দিবে… অচিরেই আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দিবে…” এজন্যই তুমি সর্বদা মার্কিনিদের দেখবে যে, তারা বিশ্বের সামনে নিজেদের কুশলী ও অভিজ্ঞজনদের এভাবে তুলে ধরতে খুব ভালবাসে যে, তারা জলে, স্থলে ও শূন্যে সর্বত্র নিজেদের ট্যাংক ফাইটার ও যুদ্ধজাহাজ নিয়ে পরিভ্রমণ করে ও ঝাপিঁয়ে পড়ে… ইত্যাদি ইত্যাদি৷ কিন্তু এতসব কেন?! এসব এজন্যই, যেন বিশ্ব তাদের প্রতি আতঙ্কিত থাকে৷ সীমালঙ্ঘনকারী আমেরিকা ও পূর্ববর্তী অবাধ্য কাফের জাতির মাঝে এটাই প্রথম যোগসূত্র৷

উভয়টির মাঝে দ্বিতীয় যোগসূত্র হল, আল্লাহ ও বান্দাদের প্রতি বড়াই-অহংকার করা৷ আমেরিকাও বিশ্ববাসীর সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments