আমার কিছু ভাবনা

0/5 No votes

Report this app

Description

দুজনকে দেখলে মনে হবে, কত ভাল বন্ধু! এ যুগে এমন জোড়া আসলেই বিরল। আমাদের বেশিরভাগ সম্পর্ক লৌকিক। এই লোক দেখানো ভালো সম্পর্কের ভেতরে সমস্যার অভাব নেই। বিশ্বাস, ভরসা ও সবরের বড্ড অভাব। অথচ আদর্শ দাম্পত্যজীবনের জন্য এগুলো খুব দরকার।

এই বিষয়গুলো মরুভূমিতে বড় বটগাছের ছায়ার মত কাজ করে। ওই আপুটা একটা জটিল রোগে লাগাতার কয়েকমাস অসুখে ভূগল। কোনো কাজ করতে পারতো না। ভাইয়া চাকরি করতেন। প্রতিদিন অফিসে যাওয়ার আগে রান্না করে যেতেন। এসে আবার রান্না করতেন। পুরোপুরি টেককেয়ার করতেন। মাশাআল্লাহ!! ভাইয়া কখনো বিরক্ত হননি। এটাই আসল ভালবাসা।

আমরা যখন বাইরে বের হই তখন পুরো শরীর সাজিয়ে-গুজিয়ে, বাহারি পোশাক আর ম্যাকাপ নিয়ে বের হওয়ার চেষ্টা করি। ভাবি, সবাই যেন আমাকে দেখে মুগ্ধ হয়। আশপাশে সবাই যেন আমার দিকে হা করে তাকিয়ে থাকে! আমরা জানি না, আমাদের দেখে বখাটে লোকরা একজন আরেকজনকে বলবে ওরে দোস্ত, মাইয়াটারে দেখেছিস? উফঅ! কী ফিগার !! এসব শুনে কেউ হয়তো গর্ববোধ করে মুচকি হেসে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments