আমাদের জীবনের উদ্দেশ্যটা কী? এখান থেকে দেখতে পাচ্ছি, ১৫/২০ জন হাত তুলেছেন: খুব বেশি হলে ১০০ জন হাত উঠিয়েছেন। এখানে প্রায় ১ লাখ মানুষ আছে। তাহলে দেখা যাচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্যটা কী- এ ব্যাপারে চিন্তা-ভাবনা করার লোকসংখ্যা ০১ শতাংশেরও কম।
তখন সে অন্য আরেক জনকে জিজ্ঞাসা করলো এই রাস্তাটা কোন দিকে গিয়েছে ভাই? পথিক তাকে বললো আপনি কোথায় যেতে চান? লোকটি বললো- যে কোনো জায়গায়। তখন পথিক বলবে। যে কোনো পথে যান কোনো সমস্যা হবে না। এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই। লোকটা যেসব কাজ করে, তার সেই কাজগুলো কোনোরকম পার্থক্য সৃষ্টি করে না; কারণ তার কোনো গন্তব্য নেই। আমাদের মধ্যে অনেকে ঠিক এভাবেই জীবন -যাপন করছে।
জীবনের উদ্দেশ্যের রকমের আপনাদের আরো একটি উদহারণ দিচ্ছি। মনে করুন একজন বিল্ডার স্থাপতি একটি বিল্ডিং বানানো শুরু করলো। বিল্ডিংয়ের ভিত তৈরির জন্য সে মাটিতে বড় একটি গর্ত তৈরি করলো। এ সময় তাকে প্রশ্ন করা হলো- আপনার এই বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে? সে বললো- আমি জানি না। প্রশ্ন করা হলো- বিল্ডিংটা কত স্কায়ার ফিক জুড়ে তৈরি করা হচ্ছে?।
সে বললো এটা নিয়ে চিন্তাই করিনি