তেমনি আরবী না শিখলে আল কুরআন জানা সম্বভ হবে না। ভাষা শিক্ষা করা অর্থ শুধু তিলাওয়াত করা নয়। পড়ার সাথে সাথে মর্ম উপলব্ধি করার নাম ভাষা শিক্ষা। আমাদের শিক্ষিত সমাজকে কুরআনের এই ভাষা শিখতে হবে। এ ভাষা শিক্ষা করতে পারলে আমাদের আর কেউ কোনভাবেই ঠকাতে পারবে না।
মাতৃভাষা ব্যতীত অন্যান্য ভাষা জানতে, বুঝতে ও শিখতে হলে সেসব ভাষার ব্যাকরণ জানা একান্তই আবশ্যক। ব্যাকরণের দক্ষতার উপরই ভাষার সঠিক ব্যবহার ও প্রয়োগের যথার্থতা নির্ভর করে। যারা ব্যাকরণে দুর্বল তাদের সেই দুর্বলতার কারণে শিক্ষা জীবনের বিভিন্ন অধ্যায় ও ক্ষেত্রে তাদেরকে অযোগ্যতার সম্মুখীন হতে হয়।
আরবী ভাষা ও তার ব্যাকরণ এবং ধর্মীয় গ্রন্থাবলী মাদরাসা ছাত্রদের আবশ্যিক পাঠ্য হওয়ায় এ ভাষার ব্যাকরণের অথ্যধিক গুরুত্ব দেয়া হয়। এ ভাষার একই শব্দের বিভিন্ন রূপান্তর , গঠন প্রণালী ও নানাকরম অর্থ এবং সুউচ্চ ভাষাগত ব্যাপক ভাব গাম্ভীর্য থাকায় অর্থের বিশুদ্ধতার জন্য এর ব্যাকরণের জ্ঞান অপরিহার্য। একাডেমিক শিক্ষায় ভাল ডিগ্রি বা।