আঁধার রাতের বন্দিনী (১-৫ খণ্ড)

0/5 No votes

Report this app

Description

আমার সেদিন আর বাড়ী যাওয়ার সুযোগ হল না । কারণ , সমরকন্দ থেকে জামবুল বহু দুরের পথ । রেলগাড়িতেও দু – তিন্দিন সময় লাগে যেতে । তাই পরদিন সকাল সাতটার ট্রেনে যাবার মনস্থির করলাম । দ্বীনের সূর্য ক্রমশই পশ্চিমাকাশে পালাবার রাস্তা খুজছে । সমস্ত মাদরাসায় আমার মত হতভাগা সাত – আটজন ছাড়া আর কোন ছাত্র নেই । আর আছেন দু – তিনজন ওস্তাদ । দারে জাদিদের বাগানের কোলঘেঁষে আমি যখন পশ্চিমদিকে যাচ্ছিলাম , তখন আমার ওস্তাদ জালাল উদ্দিন বুখারি আমাকে হাতের ইশারায় ডাকলেন ।

আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আসসালামু আলাইকুম বলে তার পাশে দাঁড়ালাম । ডাকার কারণ জিজ্ঞাসার পরিবর্তে আমার হৃদয়ের গভীর থেকে অবোধ বালকের মতো কান্নার রোল বেরিয়ে এল । হুজুর আমার মনের ভাব বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেন । তিনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেন “ বাবা ! আল্লাহ জানেন কোন মুহূর্তে কি ঘটে যায় । জানিনা এইটাই জীবনে শেষ মুলাকাত কিনা । ইসলামের এ চরম দুর্দিনে মুসলমানদের বিশেষ করে আলেম – উলামাদের কি অবস্থা হয় ? তিনি এক পর্যায়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন নিজেকে সামলাতে না পেরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments