আদাবে জিন্দেগী

0/5 No votes

Report this app

Description

পবিত্রতা সদ্বিবেচনা ও উত্তম নির্বাচন , সুবিন্যস্ত শূংখলা, রুচির সৌন্দর্য প্রিয়তা, উচ্চাকাংখা, সহানুভূতি ও মঙ্গল কামনা, নম্র স্বভাব, বিনয়, নিঃস্বার্থপরতা, ধৈর্য ও সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আল্লাহ ভীতি, আল্লাহর উপর নির্ভরশীলতা, নির্ভিক পদক্ষেপ এগুলো ইসলামী জীবনের সে চিত্তাকর্ষক চিত্র যার বদৌলতে মুমিনের জীবন অসাধারণ আকর্ষণ সৃষ্টি হয়।

শুধু মুসলিম জাতি কেন বরং ইসলামের সাথে অপরিচিত সৃষ্টিও মনের অজান্তে আল্লাহর দিকে আকৃষ্ট হতে শুরু করে আর বোধ শক্তিও চিন্তা করতে বাধ্য হয় যে, সে মানবতা লালনকারী সংস্কৃতি জীবনকে ঔজ্জ্বল্য দান করতে এবং অসাধারণ আকর্ষেণে সজ্জিত করার ও অমূল্য নিয়ম কায়দার নির্দেশনা দেয়, উহা নিঃসন্দেহে আলো বাতাস এর ন্যায় সকল জীবনের মৌলিক অধিকার।

নিঃসন্দেহে উহা এ যোগ্যতা রাখে যে, সমগ্র মানব জাতি উহাকে গ্রহণ করে এ থেকে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সফল ভিত্তি স্থাপন করে। যেনো তার পার্থিব সূখ শান্তিময় নিরাপত্তার নীড় গড়ে তুলে এবং পরকালেও যেন তা অর্জিত হয় যা সফল জীবনের জন্য ভিত্তি। আদাবে জিন্দেগী গ্রন্থ এ ইসলামী সংস্কৃতির।

ঐ সকল মূলনীতি ও নিয়মনীতিকে সাহিত্যিক রচনা বিন্যাসের মাধ্যমে পেশ করার চেষ্টা করা হয়েছে। এতে আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাঃ-এর সুন্নাহ এবং পূর্ববর্তী বুযুর্গানে দীনের জীবন্দ কর্মপদ্ধতি আলোকবর্তীকা রূপে সন্নিবেশিত করা হয়েছে।


							

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments