তা পুরুষের ঘর হোক-যদি তা বিশেষ নির্জন বাসগৃহ হয়। প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ-পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো। (সূরা নূর-২৭)। লক্ষ্য করুন! এ আয়াতে নিজের পার্শ্বস্থ লোকের আরামের প্রতি লক্ষ্য রাখার কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। হাদীস শরীফে বর্ণিত হয়েছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সঙ্গে আহার করার সময় নিজের সাথীদের অনুমতি।
ইসলামের সামাজিক বিধান
না নিয়ে এক সঙ্গে দুটি করে খেজুর খেতে নিষেধ করেছেন। (বুখারী ও মুসলিম) লক্ষ্য করুন এ হাদীসে একটি অতি সাধারণ বিষয়ে এজন্য নিষেধ করা হয়েছে যে, এটি অভদ্রতা এবং অন্যদের জন্য অপছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন- যে ব্যক্তি কাচাঁ পেঁয়াজ বা রসুন খাবে, সে যেন আমাদের থেখে অর্থাৎ মজলিস থেকে দূরে থাকে। (বুখারী ও মুসলিম)।
আরও দেখুনঃ হৃদয় সম্প্রসারণ pdf বই ডাউনলোড
লক্ষ্য করুন, অন্যদের সামান্য কষ্টের প্রতি লক্ষ্য করে এ থেকে নিষেধ করেছেন। তিনি আরো ইরশাদ করেন মেহমানের জন্য মেযবানের নিকট এত অধিক সময় অবস্থান করা হালাল নয়, যার দ্বারা মেযবান বিরক্ত হয়ে যায়। (বুখারী ও মুসলিম) এ হাদীষে এমন বিষয়ে নিষেধ করা হয়েছে যার দ্বারা অন্যের মনে বিরক্তির উদ্রেক হয়।