আদাবুয যিফাফ বাসর রাতের আদর্শ

0/5 No votes

Report this app

Description

অন্তরালে আল্লাহর ঐশ্ববাণী ওয়াহীয়ে মাতলু কুরআন মাজীদ ও ওয়াহীয়ে গাইরে মাতলু হাদীসে নাববী নিয়ে হীন চক্রান্তে মেতে উঠেছে।

পৃথিবী থেকে নবী সাঃ এর লক্ষ লক্ষ হাদীসকে মুছে দেয়ার লক্ষ্যে সকল হাদিসকে অস্বীকার করে, চার্লস ডারউইনের বিবর্তনবাদ-কে স্বীকার করে। আইম্মায়ে মুজতাহিদ, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাস্সির, মুজাদ্দি রহঃ-গণসহ সকল মনীষীদের অস্বীকার করে। কুরআন মাজিদের অপব্যাখ্যা করে
শত অপচেষ্টা, বাধা-বিপত্তি সত্ত্বেও দীনের বিধান আল্লাহ সঠিক অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখবেন কিছু সংখ্যক মুহাক্কিক, মুজাদ্দিদের মাধ্যমে। তাঁরই ধারাবাহিকতা আল্লামা নাসিরুদ্দীন আলবানী দ্বীনের যেই সমস্ত বিষয়ে কুসংস্কার ঢুকে পড়েছিল সেসব বিষয়ে শত বাধা উপেক্ষা করে আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তারই অংশবিশেষ হলো ‘বাসর রাতের আদব’।

মুসলিম জাতি বিবাহর খুতবা পড়ে বাসরে অসভ্য পাশ্চাত্য, ইউরোপীয় ও তমাচ্ছন্ন জাহিলিয়াতের অপসংস্কৃতিতে নিপতিত হয়ে পড়ে। আল্লামা আলবানী এ কুসংস্কৃতি থেকে উম্মাতে মুহাম্মাদিয়াকে রক্ষার লক্ষ্যেই এ সংক্ষিপ্ত বাসর সম্পর্কে পুস্তক সংকলন করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments