তাই আজ ধর্ম ও বিজ্ঞানের ক্ষেত্রে দ্বন্দ্বের মূল উৎসটি কোথায় তা খুজেঁ বের করা জরুরী হয়ে পড়েছে। এটি বের করতে পারলেই আদম ও হাওয়া কোন উৎস ধরে পৃথিবীতে এসেছিলেন, তা জানা জাবে বলে আশা করা যায়।
পৃথিবীতে আদমের আবির্ভাব সত্যিই রহস্যজনক। এ কারণে যে, তিনি ছিলেন পৃথিবীর আদি মানব এবং তারঁ সঙ্গিনী বিবি হাওয়া ছিলেন আদি মানবী। তাদের পিতা-মাতার কোন উৎস কোথাও খুজেঁ পাওয়া যায় না বলে তাদেরকে পৃথিবীর আদিম মানব-মানবী বলা হয়। এক্ষেত্রে তাদের জন্ম পিতা-মাতা ছাড়াই হয়েছে, এরূপ ধারণা পোষণ করা হয়।
কিন্তু এ ধারণাটি বিজ্ঞান, ধর্ম ও দর্শনের দিক থেকে কতটুকু নির্ভরযোগ্য তা তলিয়ে দেখা এখন যুগ- জিজ্ঞাসার অনিবার্য দাবী। কারণ আদমের আদি উৎস নিয়ে বিজ্ঞান ও দর্শনের সাথে ধর্মের দ্বন্দ্ব এখনও কাটেনি। গবেষণাহীন ধর্মীয় ব্যাখ্যাতে বলা হয়েছে আদম-হাওয়া পৃথিবীর আদি মানব-মানবী। দুনিয়াতে তাদের কোন পিতা-মাতা ছিল না।