এমনকি, ইহাদের অনেকে এই হারাম কর্মকে ছাওয়াবের কাজ ও এশকে হাকীকী বা আল্লাহরপ্রেমের ওছীলা কর্মকে ছাওয়াবের কাজ ও এশকে হাকীকী বা আল্লাহপ্রেমের ওছীলা সাব্যস্ত করিয়া হারাম ও বাতিলের বিষকে মধুর সহিত মিশ্রিত করিয়া স্বীয় মুরীদান, ভক্ত-অনুরক্ত ও শিষ্যদিগকে বিভিন্ন জঘন্য কর্মে, এমনকি যিনা-ব্যভিচারে পর্যন্ত লিপ্ত করিয়াছে।
হাকীমুল উম্মত হযরত থানবী রহ. তমীযুল এশক মিনাল ফেছক গর্হিত প্রেম ও প্রকৃত প্রেমের পার্থক্য নামে একখানা পুস্তিকা প্রণয়ন করিয়াছিলেন। এশকে মাজাযী বা গর্হিত প্রেম যে কী জঘন্য গুনাহ এবং মানবত্মার জন্য কী যন্ত্রণাদায়ক আযাব স্বরূপ, উক্ত পুস্তিকায় তিনি তাহাই বিশদভাবে তুলিয়া ধরিয়াছেন। উহা মুদ্রিত এবং প্রচারিতও হইয়াছিল। কিন্তু এই পুস্তিকায় কখনও আমার নজরে পড়ে নাই ।
হযরত থানবী রহ. তাঁহার জাযাউল আমাল গ্রন্থের মধ্যে বলেন:- গায়ের মাহরাম নারী (অর্থাৎ যাহার সহিত পর্দা করা ফরয) এবং সুশ্রী-সুদর্শন বালক-দরুণের সহিত যেকোন ধরণের সম্পর্কে রাখা, যেমন- তাহার প্রতি দৃষ্টি করা, মনের আনন্দ ও লাভের জন্য তাহার সহিত কথা বলা, নির্জর্নে তারাহ নিকট বসা অথবা তাহাকে সন্তষ্ট ও আকৃষ্ট করার জন্য তাহার চাহিদা, ও রুচি মোতাবেক পোশাকাদি পরা।