আউযুবিল্লাহের হাকীকত

0/5 No votes

Report this app

Description

অতপর আল্লাহ আদম আ. কে সৃষ্টি করলেন এবং তাকে যাবতীয় জিনিসের নাম ও জ্ঞান শিক্ষা দিলেন এবং সমস্ত ফেরেশতাদের সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম বলতে বললেন। উত্তরে ফেরেশতাগণ একথা বলে অপারগতা প্রকাশ করলেন: হে আল্লাহ! আপনি সমস্ত রকম অজানা ও অজ্ঞাত থেকে পবিত্র অর্থ্যাৎ ‍মুক্ত কিন্তু আমরাতো শুধু ততোটুকুই জানি যতোটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সকল জিনিসের নাম আমরা কি করে বলবোআল্লাহ আদম আ. কে বললেন, হে আদম! তুমি তাদেরকে সকল জিনিসের নাম বলে দাও। আদম আদ. সকল জিনিসের নাম বলে দিলেন। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি যে, স্বর্গ ও মর্তের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি সব জানি এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন করো তাও আমি জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments