অশ্রুভেজা কাহিনী

0/5 No votes

Report this app

Description

যে গল্পে হৃদয় গলে’ গত ২০ নভেম্বর, ২০০২ আত্মপ্রকাশ করে। এক মাস শেষ না হতেই ২য়বার বইটি ছাপার তীব্র প্রয়োজনীয়তা দেখা দেয়। মনে হয়, হৃদয়ের সমস্ত দরদ নিয়ে লেখা এ বইটি আল্লাহ পাক কবুল করেছেন। কারণ, এত স্বল্প সময়ে ১ম সংস্করণের সমুদয় কপি শেষ হয়ে যাবে এবং পাঠক মহলে বইটি এত ব্যাপকভাবে সমাদৃত হবে তা কারো কল্পনায়ও আসেনি। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।

যারা বইটি পড়ে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন এবং এ ধরনের বই সকলেরই প্রয়োজন বলে মন্তব্য করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এ সংস্করণে মুদ্রণজনিত ভুল-ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে। বইটির ২য় খণ্ডের কাজও চলছে। আশা করি, ১ম খণ্ডের ন্যায় ২য় খণ্ডও আপনাদের ভাল লাগবে ।
পরিশেষে, লেখকের পক্ষ থেকে বিনীত আরজ এই যে, আপনারা এ বইয়ের গল্প-কাহিনীগুলো ঈমানের মজবুতী ও চরিত্র গঠনের নিয়তে বারবার পাঠ করবেন এবং এ বইটি যেন আল্লাহ তায়ালা কবুল করেন সেজন্য প্রত্যেক নামাযের পর দোয়াও করবেন। আল্লাহ আমাদের তাওফীক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments