আমাদের দেশটি ছােট। কিন্তু সমস্যা অনেক। বিরাজমান এই সব সমস্যাকে কবি হাসান আলিম বিভিন্ন আঙ্গিকে ও ঢংয়ে জাতির সামনে কবিতার মাধ্যমে সার্থকভাবে উপস্থাপন করেছেন এবং সমস্যার সমাধানের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন অত্যন্ত সাবলীল ভাষায়।
পরিবার, সমাজ তথা জাতীয় পরিসরে জাতির সম্ভবনাসময় সােনালী ভবিষ্যত নির্মাণের প্রবাহে সত্য সুন্দর, জ্ঞানদীপ্ত ও সমস্যামুক্ত জীবন গড়তে কবি হাসান আলীমের “অদৃশ্য অনলে জ্বলে সােনার স্বদেশ কবিতা গ্রন্থটি সফল হবে ইনশাআল্লাহ্।
সােসাইটির পক্ষ থেকে বইটি প্রকাশ করে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করেছি এবং তৃপ্ত হয়েছি। আরাে তৃপ্ত হবাে পাঠক মহলে বইটি যদি যথেষ্ট সমাদৃত হয়।