তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রথম আমীরুল মু’মিনিন প্রয়াত মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ (রহ.) এর জীবন ও কর্ম এবং সংগ্রামের অন্যান্য কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হয়েছে বিশাল এক ডুকুমেন্টারি।
‘তৃতীয় ওমর’ নামে এই ডুকুমেন্টারিটি প্রাথমিকভাবে পুশ্ত ভাষায় সুন্দর নকশাকৃত ৫২০ পৃষ্ঠার বিশাল একটি বই আকারে ছাপা হয়েছে, যাতে একটি ভূমিকা এবং ৮টি অধ্যায় রয়েছে। এতে ইসলামী উম্মাহর এই মহান নেতার জীবন ও সংগ্রামের সমস্ত দিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তালেবানদের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ্ ওয়াসিক হাফিজাহুল্লাহ্ বইটি হাতে পেয়ে বলেন, আমিরুল মু’মিনিন মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ (রহঃ) জীবন সম্পর্কিত বিস্তারিত একটি ডকুমেন্টারি পেতে অনেক আগ থেকেই আমি আগ্রহী ছিলাম। আজ আমি আমার প্রিয় ও ঘনিষ্ঠ বন্ধু এবং সম্মানিত ভাই ক্বারী আব্দুস সাত্তার সাঈদের কাছ থেকে এমনই একটি বই পেয়েছি, আমি বইটি দেখে খুবই খুশি হয়েছি।
তিনি আরো বলেন, প্রিয় লেখক ও কবি মোল্লা মোহাম্মদ ওমর (রহঃ) কে নিয়ে এমন একটি ইতিহাস ও তথ্য নির্ভর বই লিখেছেন, যার জন্য সমস্ত লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অধীর আগ্রহে ছিলেন। লেখক একটি দুর্দান্ত কাজ করেছেন এবং অন্যদের কাঁধ হালকা করেছেন।
এদিকে বইটির লেখক মুহতারাম ক্বারী আব্দুস সাত্তার সাঈদ হাফিজাহুল্লাহ্ লিখেন, সমস্ত প্রশংসা আল্লাহ্ তা’আলার জন্য। আমার জীবনের অন্যতম ও বৃহত্তম আকাঙ্খার পর অবশেষে বইটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। আমি ঐসব বন্ধু ও মুজাহিদ দায়িত্বশীল ভাইদের অভিনন্দন ও ধন্যবাদ জনাই, যারা গুরুত্বপূর্ণ বার্তা ও তথ্য দিয়ে আমাকে এই কাজ সর্বাত্মক সহায়তা করেছেন।
বইটির বিষয়বস্তুগুলি দেখার পর এটি বুঝা যাচ্ছে যে, বইটি লিখার ক্ষেত্রে মোল্লা মোহাম্মদ ওমর (রহঃ) এর পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, তালেবান নেতৃত্ব পরিষদের সদস্য এবং অন্যান্য এমনসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, যাদের জীবনের বিভিন্ন পর্যায়ে মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ (রহঃ) এর সাথে প্রত্যক্ষ যোগাযোগ এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল।