মানুষকে সহজেই যেকোনো কিছু বুঝাতে পারার এক অসাধারণ যোগ্যতা ছিলো শাইখ আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর। তাঁর রচিত “আল্লাহর পথে দাওয়াত” বইটি সংশ্লিষ্ট বিষয়ে অসাধারণ এক প্রয়াস। প্রত্যেক দা’ঈর জন্য এতে প্রচুর রসদ রয়েছে।
বইয়ের সারসংক্ষেপ:
পাঁচটি পরিচ্ছেদে, মাত্র ৬৪ পৃষ্ঠায় তি
নি দাওয়াতের যাবতীয় বিষয়কে মলাটবদ্ধ করেছেন এতে। বইটি তিনি বিশেষত কুরআন সুন্নাহর দলিল ও মনঃস্তাত্ত্বিক বিশ্লেষণের আলোকে সাজিয়েছেন। এ দুটোই দাওয়াতের ময়দানে অপরিহার্য বিষয়।
প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদে ওয়ায-নসিহত, দাওয়াত ও তাবলিগের পরিচিতি, এর গুরুত্ব, দাওয়াতের বিষয়বস্তু, এর ফযিলত ও অবহেলার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বইয়ের তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। দাওয়াতের শর্ত, দাঈর গুণাবলী ও দাওয়াতের ক্ষেত্রে দা’ঈর সচরাচর যেসব ভুল হয়, সেগুলো সুন্দরভাবে একটি একটি করে তুলে ধরা হয়েছে। যেমন: দাওয়াতের অযুহাতে নিজ আমলে ত্রুটি করা, ফলাফল লাভে তাড়াহুড়ো করা, গিবত ও ছিদ্রান্বেষণে লিপ্ত হওয়া ইত্যাদি।
পঞ্চম পরিচ্ছেদে দাওয়াতের সুন্নাহসম্মত পদ্ধতি এবং দাওয়াতের ময়দানে মাসনুন উপকরণের নিষিদ্ধ ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। যেমন: গল্পনির্ভর ওয়ায, ওয়াযে ঝগড়া করা, অনুমাননির্ভর ফতোয়া দেওয়া ইত্যাদি। শেষে দাওয়াতের আধুনিক উপকরণ যেমন: মিডিয়া, মিছিল, হরতাল, অবরোধ ইত্যাদি সম্পর্কে শরিয়াহর দৃষ্টিভঙ্গি আলোকপাত করা হয়েছে।
বইটি কেন পড়া উচিত?
• পুরো বইটি কুরআন সুন্নাহর দলিল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে, যেন একটি মুক্তোর মালা।
• দা’ঈ ব্যক্তিরা এই বই পড়ে ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ্। কারণ এতে দা’ঈদের কমন ভুলগুলো নিয়ে চমৎকার আলোচনা রয়েছে, যেগুলোর কারণে তাদের অধিকাংশ দাওয়াত ফলপ্রসু হয় না।
• ফেইসুকে যারা কুরআন-সুন্নাহর কথা লিখেন, তাদের উচিত অন্তত একবার পুরো বইটি পড়ে শেষ করা।
অনুভূতি:
পাঠক হিসেবে অনুভূতি অসাধারণ। আমি এই ছোট্ট কিতাবটি পড়ে জাস্ট মুগ্ধ হয়েছি। শায়খের জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে আরো জানা হয়েছে। এত সুন্দর করে ভেঙে ভেঙে বিশ্লেষণ করেছেন, যেন সামনে বসিয়ে বক্তব্য দিচ্ছেন। আমি এই বই পড়ে দাওয়াতি ময়দান সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক মূলনীতি জানতে পেরেছি।
বইটির নেতিবাচক দিক:
বইটির প্রচ্ছদ এবং কাগজের মান খুবই সাধারণ (অবশ্য বইটি নতুনভাবে আবার মুদ্রিত হয়েছে। এতে কাগজ ও প্রচ্ছদ আগের চেয়ে বেটার হয়েছে। বর্তমানে নতুন সংস্করণটি বাজারে অ্যাভেইলেবল)। এছাড়া শাইখ তাঁর মানহাজ অনুযায়ী দু-এক স্থানে জিহাদের ব্যাপারে এমন কিছু কথা বলেছেন, যেগুলো যুগ যুগ ধরে চলে আসা ইসলামি তুরাসের সাথে যায় না। যাহোক, এটুকু বাদ দিলে ৫-এ ৫ দেওয়ার মত বই এটি