জিলহজ্জের প্রথম দশ দিন

0/5 No votes

Report this app

Description

জিলহজ্জের প্রথম দশ দিন pdf বই ডাউনলোড। আল্লাহ আযযাওয়াজাল মাসসমূহ সৃষ্টি করেছেন আর রমাদানকে নির্ধারণ করেছেন তারঁ বান্দাদেরকে বাড়তি পুরস্কার দেওয়ার জন্য। ঠিক একইভাবে আল্লাহ যখন দিবস সৃষ্টি করলেন, তখন জিলহজ্জের প্রথম দশ দিনকে শ্রেষ্ঠত্ব দিলেন বাকি দিনগুলোর ওপর। ইবাদাতের এই মৌসুম অনেকগুলো উপকার নিয়ে আসে।

যেমন আমাদের ভূলগুলো শুধরানো সুযোগ, আমাদের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দান করার সুযোগ অথবা যে কারো যেকোনো হাতছাড়া হওয়া ইবাদত পূরণ করে নেওয়ার সুযোগ। অনেকে হয়তো রমাদান বা তার পরের কিছু ইবাদত। হাতছাড়া করে ফেলেছন আর পরে আফসোস করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments