রাসূল সা. মিরাজের রাতে স্বচক্ষে জান্নাত ও জাহান্নামের বাস্তব চিত্র দেখে এলেন এবং মানবতাকে সবিস্তারে তার বর্ণনা দিলেন। এ গ্রন্থটিতে কুরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাত ও জাহান্নামের বর্ণনা উপস্থাপন করা হয়েছে। মৃত্যুর পর আখিরাতে সকল মানুষের শেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। মুমিন ও সৎ আমলকারীদের আখিরাতে পুরস্কৃত ও সম্মানিত করবেন। আর তারা সুখশান্তিতে জীবনযাপন করবেন। সুখশান্তি ও আরামের সাথে বসবাসের ওই স্থানটির নাম জান্নাত। পক্ষান্তরে যে ঈমান গ্রহণ করেনি এবং পাপের কাজ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নানারকম আজাব দেবেন। আর তারা সেখানে ভয়াবহ বেদনাদায়ক আজাবের মাধ্যমে জীবনযাপন করবে। শাস্তির ওই স্থানটির নাম জাহান্নাম। প্রিয় পাঠক তাই প্রতিটি নারীপুরুষের উচিত জান্নাত ও জাহান্নাম সম্পর্কিত এ গ্রন্থটি পড়ে জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে বেঁচে থাকার চেষ্টা করা এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত প্রাপ্তির জন্য আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ মতো জীবনযাপন করা