মধ্য এশিয়ায় কালো মেঘ

0/5 No votes

Report this app

Description

একটা রিভলভিং চেয়ারে গা এলিয়ে দিয়েছে আলেকজান্ডার পিটার। তার চোখ দু’টি বুজা, কিন্তু কপাল কুঞ্চিত। বোঝা যাচ্ছে গভীর চিন্তায় নিমগ্ন সে। পিটার গ্রেট বিয়ারের মধ্য এশীয় চীফ। পায়ের শব্দে চোখ খুলল আলেকজান্ডার পিটার। দীর্ঘ ও সুগঠিত শরীরের একজন লোক এগিয়ে আসছে টেবিলের দিকে। ‘রিপোর্টটা এনেছ উস্তিনভ?’ উস্তিনভ পিটারের সহকারী। ‘হ্যাঁ।’ বলে উস্তিনভ একটি কাগজ তুলে দিল পিটারের হাতে। সোজা হয়ে বসল পিটার। কারসাপক ও সায়েজুর ঘটনার ওপর রিপোর্ট পাঠিয়েছে আলেক্সি স্ট্যালিন কারসাপক থেকে। রিপোর্টে চোখ বুলিয়ে তাকাল উস্তিনভের দিকে। চোখে যেন আগুন জ্বলছে পিটারের। বলল, ‘আহমদ মুসাকে ওরা চিনতে পারলো না কেন? কেন ওকে বিনা প্রহরায় চিলেকোঠায় বন্দী করে রাখল? আহমদ মুসার ছবি ওদের কাছে ছিল না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments