কেঁচো খুড়তে গিয়ে সাপ বেরুবার মত অবস্থা, আহমদ মুসা মুখােমুখি হলাে হােয়াইট ঈগলের, ছােট দ্বীপ সাউথ টার্কোতে এল ঢেউ-এর মত একের পর এক শত্রু অভিযান, অসহায় গুটিকতক মানুষকে নিয়ে কি করল আহমদ মুসা? অস্ত্র-শক্তির বিরুদ্ধে আহমদ মুসা প্রয়ােগ করল বুদ্ধির শক্তি। শেষ রক্ষা হলাে তাতে? বাঁচল কি ধ্বংসের হাত থেকে টার্কস দ্বীপপুঞ্জের সাউথ টার্কো? প্রতিশােধ স্পৃহায় পাগল হােয়াইট ঈগল অবশেষে ফাঁদ পাতল আহমদ মুসার জন্যে। ফাঁদের টানে ছুটে গেল আহমদ মুসা। কিন্তু তারপর?… ক্যারিবিয়ানের দ্বীপদেশে’ জবাব নিয়ে এসেছে প্রশ্নগুলাের।