পাল্টা আঘাতের অস্ত্র শাণিয়ে আহমদ মূসা এগােলাে যুদ্ধে চরম শত্রু হয়ে দাঁড়ানো এফ, বি, আই চীফ জর্জ আব্রাহাম জনসনকে বন্ধু বানাবার জন্যে.. । ইহুদী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আহমদ মুসা কি পারবে তার সাথে দেখা করতে?
আহমদ মুসার দেয়া তথ্যে প্রথমবারের মত মার্কিন প্রশাসন কেঁপে উঠলো ইহুদীবাদীদের বিভৎস রূপ দেখে..।
কিন্তু সক্রিয় হলাে ইহুদীবাদী লবী, বিরােধ সৃষ্টি ও তথ্য পাচারের মাধ্যমে তারা শেষ রক্ষার চেষ্টায় নামল…।
শুরু হলাে বহুমূখী সংঘাত.. এই সংঘাতে আহমদ মুসা কোথায়, মার্কিনীরা কি ভাবছে এবং জেঁকে বসা ইহুদীবাদীদের জগদ্দল পাথর নড়ে উঠছে কিনা? ইত্যাদি প্রশ্নের জবাব নিয়ে হাজির হলাে “আমেরিকায় আরেক যুদ্ধ।”