লেখকের সুনিপুণ বর্ণনা, ভাষাশৈলী আর কাহিনী প্লট ছিলো দূর্দান্ত। চরিত্র চিত্রায়নে ও দিয়েছেন দক্ষতার পরিচয়। মূল চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্র গুলো ছিলো যার যার অবস্থানে বাস্তবিক ও স্বতন্ত্র। আঞ্চলিক ভাষা ব্যবহারে লেখক তার লেখনীর মুন্সিয়ানা দেখিয়েছেন। যদিও গল্পের শুরুটা বেশ গতিশীল ও খাপছাড়া মনে হয়েছে