আন্দালুসিয়ার প্রান্তরে

0/5 No votes

Report this app

Description

 

গ্রানাডা থেকে দু’মাইল দূরে ‘মুরের শেষ দীর্ঘশ্বাস’ পাহাড়, স্প্যানিশ ভাষায় ‘Elultimo Suspiro del Moro’। স্প্যানিশরা একে এই নামেই ডেকে থাকে স্পেনের শেষ মুসলিম সুলতান আবু আবদুল্লাহর শেষ বিলাপকে স্মরণীয় করে রাখার জন্যে। পরাজিত ও আত্ম-সমর্পিত সুলতান আবু আবদুল্লাহ গ্রানাডা নগরীর চাবী বিজয়ী ফার্ডিন্যান্ডের হাতে তুলে দেয়ার পর নিঃস্ব হয়ে নগরী ত্যাগ করে চলে আসেন। এই পাহাড়ে এসে ফিরে দাঁড়ান তিনি অতি সাধের গ্রানাডাকে শেষবারের মত এক নজর দেখার জন্যে। যে কান্না, যে অশ্রুকে সুলতান এ পর্যন্ত রােধ করে রেখেছিলেন, গ্রানাডার উপর শেষ নজরটি পড়ার পর তা আর কোন বাঁধ মানল না। শিশুর মত অঝাের ধারায় অশ্রু বর্ষণ করতে লাগলেন তিনি। আর তিনি বলতে লাগলেন, ‘আল্লাহু আকবর, আমার মত দুর্ভাগ্য কার!’ এই ঘটনা থেকে মুসলিমরা এই পাহাড়ের নাম দেয়, ‘ফেজ আল্লাহু আকবর। আর স্পেনীয় খৃষ্টানরা বলেন, ‘মুরের শেষ দীর্ঘশ্বাস। মুরের দীর্ঘশ্বাস পাহাড়ে আহমদ মুসা যখন পৌছিল, তখন সাড়ে তিনটা। আসরের নামাযের তখনও অনেক দেরী। শশায়া চারটায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments