আতঙ্কের দিভিন উপত্যকা

0/5 No votes

Report this app

Description

 

ঘটনাচক্রে ইভা নারিন তার সাথী হয়েছে। ইভা নারিন কোথায় যাচ্ছে তাও সে আহমদ মুসাকে বলেনি। শেষে দেখা গেল। আহমদ মুসা তার মিশন নিয়ে যাচ্ছে দিভিনে আর ইভা নারিন দিভিনেই যাচ্ছে সেখানকার ঘটনাবলীর তদন্ত করতে। পথে পথে। ভয়ঙ্কর সব ফাঁদ… সব ফাদ মাড়িয়ে তারা পৌছল দিভিনেসেখানেও একের পর এক প্রাণঘাতি হামলা আর ভেতরের সব। ষড়যন্ত্র । দৃশ্যপটে এল সরদার আসতি আওয়াত, শেপল, আহমদ। নেবেজ, শিন সেনগার, এরদেলান আরও অনেকে। দিভিন। সংকটের সমাধান শেষে আহমদ মুসা ছুটল সব ষড়যন্ত্রের, সব। সন্ত্রাসের হােতা সেন্ট সেমভেলের সন্ধানে… গােয়েন্দা অফিসার ইভা নারিন গােপনে অনুসরণ করল আহমদ মুসাকে- কিন্তু কেন?… শুধুই কি সাহায্যের জন্য, না অন্য কিছু? অনেক পথ । পেরিয়ে, অনেক ষড়যন্ত্রের মােকাবিলা করে, অনেক ঘটনা ঘটিয়ে। শেষ পর্যন্ত আহমদ মুসা সন্ধান পেল সেন্ট সেমভেলের প্রাচীন প্রত্নতত্ত্ব নগরী দিভিেিনর সেন্ট গ্রেগরি চার্চ কমপ্লেক্সে! …সবচেয়ে সুরক্ষিত, ভয়ঙ্কর বিপজ্জনক সে ঘাঁটিতে আহমদ মুসার অভিযান, পেছনে সংগােপনে ইভা নারিন- কি ঘটবে সেখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments