ইসলাম কমিউনিজম

0/5 No votes

Report this app

Description

কমিউনিজম বলিতে আমাদেরকে বুঝানো হয় এমন একটা সমাজ -ব্যবস্থার কথা-যেখানে কোন হানাহানি নাই, নাই কোন অভাব অভিযোগ, যেখানে সকলেই সমান; কাজ করিতে হইবে সমান তালে আর উপভোগ করিবে তেমনি। খাওয়া-পরার জন্য ব্যক্তিগত ভাবে কোন চিন্তাভাবনা কাহারও করিতে হইবে না।

ব্যক্তি চিনর্তার যেহেতু প্রয়োজন নাই সেইজন্য ব্যক্তিগত মালিকা-নারও বিলুপ্তি ঘটিবে। সমস্ত সম্পত্তির মালিক থাকিবে রাষ্ট্র। ব্যক্তির পরিবর্তে সমষ্টি কথাটাই বড় হইয়া দেখা দেয় সেই সমাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments