তারা বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলোতে থিতু হন। যদিও এ-সব অভিবাসী লেখকরা ভিনদেশের অচিন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন কিন্তু তাদের লেখায় বারবার ফুটে উফেছে যুদ্ধের বিভৎস ঘটনা, শরণার্থী জীবনের দুঃখ দূর্দশা ,মানসিক টানাপোড়েন এবং স্বদেশে ফেরার আকুলি -বিকুলির মতো স্পর্শকাতর বিষয়গুলো । এ ছাড়া নরনারীর চিরকালীন সম্পর্ক এবং জীবনের নানা জটিল বিষয়ও ফুটে উঠেছে বেশ কয়েকটি গল্পে। তাই সংকলনের নির্বাচিত গল্পগুলোর বিষয় এবং বক্তব্যের ভেতর রয়েছে বহুমাত্রিকতা। বলা হয়, নির্বাসিত এবং অভিবাসী আফগান কবি-সাহিত্যিকরাই সমকালীন আফগান সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে।