মুসলিম বিশ্বের যে কয়জন মহান ব্যক্তিত্ব ইসলামের সঠিক রূপ সংরক্ষনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং শিরক বিদআদ কুফর ও অনাচার থেকে ইসলামকে মুক্তও নির্ভেজাল করার সংগ্রাম আত্মনিয়োগ করেছেন তাদের মধ্যে আল্লামা ইবনু তাইমিয়া রহ বিশেষ ঈর্ষনীয় স্থান দখল করে আছেন।
তিনি ছিলেন একাধারে অপ্রতিদ্বন্দ্বি মুফাসসির, মাহাদ্দিস, ফকীহ, বাগ্মি, আকায়েদ শাস্ত্রের সুপন্তিত শিরক বিদআত ও অনাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এবং আল্লাহ নির্ভীক সৈনিক। তার জ্ঞান গরিমার ব্যপকতার ব্যাপারে পক্ষ ও বিপক্ষ সবাই একমত ছিল।
ইসলামের নিখাদ জ্ঞানের বিস্তার ঘটিয়ে চিন্তার বিশুদ্ধি সাধন, উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ন এবং পরিশীলিত সমাজ বিনির্মাণে যারা বড়ো রকমের অবদান রেখে গেছেন ইমম ইবনু তাইমিয়া রহ ও শায়খ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব রহ তাদের কাতারে শামিল ।