ইমাম আবূ হানীফা আল নুমান ইবন ছাবিত ইবন যূতী হি. ৮০/৭০০ খ্রী. কুফায় জন্মগ্রহর করেন। তারঁ দাদা যূতী ছিলেন ফারিসের অধিবাসী। তিনি ছিলেন অগ্নি উপাসক। ৩৬ হিজরীতে তিনি ইসলাম গ্রহন করেন এবং স্ত্রীকে নিয়ে হিজরত করে মক্কার পথে দেশ ত্যাগ করেন। কুফায় পৌঁছে তিনি হযরত আলী রাদিআল্লাহু আনহুর সান্নিধ্য লাভ করেন এবং এখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন।
তিনি কাপড়ের ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন। একবার নওরোজরে সময় তিনি কিছু ফালুদা হযরত আলী রাঃ- কে উপহার দিলে তিনি তাকে জিজ্ঞাসা করেন; এ কি জিনিস? তিনি বলেন নওরোজের ফালূদা।
হযরত আলী রাঃ বলেন; আমাদের এখানে প্রতিদিন নওরোজ । ৪০ হিজরীতে যূতীর এক পুত্র জন্মগ্রহন করে। নাম রাখেন ছাবিত বরকতের জন্য তাকেঁ হযরত আলী রাঃ-এর কাছে নিয়ে এলে তিনি শিশুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। শিশু ধীরে ধীরে বড় হতে থাকে।