নামাজ সঠিকভাবে আদায় করতে নামজের ফরজ,সুন্নত,ওয়াজিব,ও মুস্তাহাব গুলো সঠিকভাবে জানা জরুরি।হযরত মুহাম্মদ (সাঃ) সঠিকভাবে নামাজ আদায় করার সকল পদ্ধতি বলে গেছেন, আমাদের সকলের উচিত এগুলো মেনে ও জেনে নামাজ আদায় করা।
নামাজের ফরজঃ
নামাযে মােট ফরজ চৌদ্দটি।’
নামাযের পূর্বে প্রস্তুতিমূলক সাতটি ফরজ রয়েছে। এগুলােকে নামাযের আহকাম বলা হয়।
১. শরীর পবিত্র হওয়া।
১. পরিধানের কাপড় পবিত্র হওয়া।
৩ নামাযের স্থান পবিত্র হওয়া। কমপক্ষে দাঁড়ানাের জায়গা থেকে সিজদাহর জায়গা পর্যন্ত পবিত্র হতে হবে।
৪. সতর ঢাকা। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল, দুই হাতের কজি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা।
৫. কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। কিবলা অজানা অবস্থায় নিজের প্রবল ধারণা অনুযায়ী কিবলা নির্ধারণ করে নামায আদায় করবে।
৬. নামাযের সময় হওয়া।
৭. নিয়ত করা। যে ওয়াক্তের নামায আদায় করবে মনে মনে সেই ওয়াক্তের সময়ের নিয়ত করা। প্রত্যেকেই নিজ নিজ ভাষায় নিয়ত করতে পারবে