সবুজ চাঁদে নীল জোছনা

0/5 No votes

Report this app

Description

আব্দুল্লাহ মাহমুদ নজীব। তরুণ প্রজন্মের বিশ্বাসী কবি, গল্পকার। কলম চালিয়ে যান ক্লান্তিহীন। সত্যের চাষাবাদ করেন কাগজ জমিনে।

ইতোমধ্যই বাংলাভাষী হাজারো পাঠকের কাছে নিজের প্রতিভা উপস্থাপন করতে সক্ষম‍ হয়েছেন স্বভাব যোগ্যতায়। ফররুখ, আল মাহমুদ পরবর্তী বিশ্বাসী সাহিত্যিক মশাল বয়ে নেওয়ার একজন যোগ্য সিপাহসালার আব্দুল্লাহ মাহমুদ নজীব।

২০১৯ সালের বইমেলায় এই মেধাবী কবি আপনাদের সামনে নিয়ে আসছে নতুন কাব্যগ্রন্থ ‘সবুজ চাঁদে নীল জোছনা’। গার্ডিয়ান পাবলিকেশন কবিতা নিয়ে এই প্রথম কোনো গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। কেন আমরা এই কাব্যগ্রন্থ পাঠক সমীপে তুলে ধরছি? আব্দুল্লাহ মাহমুদ নজীব এই কাব্যগ্রন্থেরই একটি কবিতায় বলছেন-

‘সমুদ্রের তৃষ্ণা পেয়েছে,
তাকে জলপান করানোর জন্য
একজন কবি ছাড়া কেউ নেই এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments