ইসলাম এ পৃথিবীতে শুধুমাত্র নিছক ধর্ম হিসেবেই আবির্ভূত হয়নি বরং মহান আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করা হয়েছে। জীবনের প্রতিটি স্তরে ইসলাম সনিপুণভাবে আমাদেরকে নিজেদের জীবন পরিচালনার রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছে। চাই তা ব্যক্তি বা সমাজ পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক না কেন।
ইসলাম আমাদেরকে মহান আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া ও ধৈর্যধারণের শিক্ষা দিয়েছে। ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত অভিহিত করে বলা হয়েছে যে, ধৈর্য হচ্ছে সৎগুণের মূল। রাসূল সাঃ-এর মুখঃনিসৃত এক হাদীসে বলা হয়েছে-ধৈর্য বা সবর হচ্ছে ঈমানের অর্ধেক।