অনুরূপভাবে আল্লাহ তা’আলা যা যা হালাল করে দিয়েছেন তা হালাল বলে মনে করতেই হবে এবং যা যা তিনি হারাম করে দিয়েছেন তা অবশ্যেই হারাম মনে করে বর্জন করতে হবে।
আবুদ্দারদা রা. থেকে বর্ণিত তিনি বলেণঃ রাসূল সা. এরশাদ করেন, আল্লাহ তা’আলা কোরআন মাজীদে যা যা হালাল করে দিয়েছেন তািই হালাল এবং যা যা হারাম করে দিয়েছেন তাই হারাম। আর যে সম্পর্কে তিনি চুপ থেকেছেন তা মানুষের জন্য আল্লাহ তা’আলার পক্ষ থেকে সেগুলোকে সেভাবেই গ্রহণ করো। কারণ, আল্লাহ তা’আলা ভুলে যাওয়ার নন। অতঃপর তিনি উক্ত আয়াত তিলাওয়াত করেন যার অর্থঃ তোমার প্রভু কখনো ভলে যাওয়ার নন। [হাকিম ২/৩৭৫]