মরন একদিন আসবেই

0/5 No votes

Report this app

Description

মরণ থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেক জীবত প্রানীর মরণ অপরিহার্য। মরণ হতে কেউ পরিত্রাণ পেলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই পেতেন। তাকেও মরণ স্বীকার করতে হয়েছে। মরণ আল্লাহর পক্ষ হতে সৃষ্টিকুলের জন্য অবধারিত । আল্লাহ তা আলা বলেন, নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদের ও মরণ হবে। (যুমার ৩০)।

এ আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমণি হওয়া সত্বেও রাসুল সাঃ মরণের আওতা বর্হিভূত নন। অতএব, কোন মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না। আরও প্রতীয়মান হয় যে সকলকেই পরকালের চিন্তা মনযোগী হতে হবে এবং পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে।আল্লাহ তাআলা অন্যত্র বলেন। আপনারা পূর্বেও আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments