এ আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমণি হওয়া সত্বেও রাসুল সাঃ মরণের আওতা বর্হিভূত নন। অতএব, কোন মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না। আরও প্রতীয়মান হয় যে সকলকেই পরকালের চিন্তা মনযোগী হতে হবে এবং পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে।আল্লাহ তাআলা অন্যত্র বলেন। আপনারা পূর্বেও আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি।