জনাব, মীম হামযা
ইসমাঈলিয়া,মিশর
(সে আমার কাছে চিঠি লিখে কসম দিয়েছিল, যেন আমি তারঁ চিঠি পড়ি এবং উত্তর প্রদান করি।)
তুমি কেন সংশয় ও লজ্জা নিয়ে আমার কাছে চিঠি লিখছ? তুমি কি ভাবছ,।
তুমি একাই শিরাউপশিরায় যৌবনের উত্তাপ অনুভব করছ তুমি দুনিয়াতে এই সমস্যা শুধুই তোমার; আর কারও নয়? হে আমার ছেলে! বিষয়টি এমন সহজভাবে ভাবো। এই রোগ শুধু তোমার একার নয়; বরং এটা যৌবনের রোগ। বিষয়টি নিয়ে আমি আগেপরে অনেক লিখেছি। দুঃখজনক হলেও সত্য, আমি